Saturday, July 27, 2024
বাড়িবিশ্ব সংবাদপাপুয়া নিউগিনিতে ভূমিধসে নিহত বেড়ে ৬৭০

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে নিহত বেড়ে ৬৭০

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ মে: পাপুয়া নিউগিনিতে ব্যাপক ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭০ জনে দাঁড়িয়েছে। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম গতকাল রোববার এ কথা জানিয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে।দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটি অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত। এর আগে পাপুয়া নিউগিনির সংবাদমাধ্যম ভূমিধসে ৩০০ জনের বেশি চাপা পড়েছেন বলে জানিয়েছিল।গতকাল দিনের শুরুতে আইওএম জানায়, মাত্র পাঁচটি মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এঙ্গা প্রদেশের ইয়াম্বালি গ্রামের কর্মকর্তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে নিহতের এ পরিসংখ্যান দিয়েছে জাতিসংঘের সংস্থাটি। তারা জানিয়েছে, শুক্রবারের ওই ভূমিধসে ১৫০টির মতো বাড়ি চাপা পড়ে। আইওএমের পাপুয়া নিউগিনি দপ্তরের প্রধান সেরহান আকতোপার্ক এক ই–মেইলে এ কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক দপ্তর জানিয়েছে, রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে ওই প্রদেশের মুলিতাকা অঞ্চলের এ ভূমিধসে ছয়টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য