Thursday, March 20, 2025
বাড়িরাজ্যখুনের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

খুনের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : নেশাগ্রস্ত উর্মাদ যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ পেয়ে গ্রেফতার করলো পূর্ব আগরতলা থানার পুলিশ। তার বাড়ি রাজধানীর প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকায়।অভিযুক্তের নাম দীপঙ্কর সরকার। আদালত চারদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে অভিযুক্ত দীপঙ্কর সরকারকে। পুলিশ জানায়, গত ১৬ মে দীপঙ্কর সরকার সুখেন দাসের দোকানে চা খেতে যায়।

চা খেয়ে টাকা নেই বলে চলে আসে দীপঙ্কর। ১৭ মে সুখেন দাস দোকান থেকে ফেরার সময় তার কাছে সিগারেট চায় দীপঙ্কর সরকার। তখন সুখেন দাস জানান, দোকান বন্ধ করে ফেলেছেন, এখন আর দোকান খোলা সম্ভব নয়। তারপর ১৮ মে যখন সুখেন দাস দোকান খুলে বসে তখন পেছন দিক দিয়ে এসে দীপঙ্কর সুখন দাসের মাথায় ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। সে সময় রাস্তার পাশে থাকা এক রিকশা চালক সুখেন দাসকে আহত অবস্থায় নিয়ে আসে জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুখেন দাস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য