Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ২৪ মে

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ২৪ মে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : আগামী ২৪ মে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মাদ্রাসা, ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বুধবার এক বিবৃতির মাধ্যমে এই খবর জানায় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। ছাত্রছাত্রীরা দুপুর সাড়ে বারোটা থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবে।

পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট পরবর্তী সময় দেওয়া হবে। এর দিনক্ষণ পরবর্তী সময় জানিয়ে দেবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫ হাজার ৩৪৫ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ হাজার ২৬৩ জন। কন্টিনিউড পরীক্ষার্থীর সংখ্যা ৩৩৮ জন। কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীর সংখ্যা ৫২৫ জন। এক্সটার্নাল পরীক্ষার্থীর সংখ্যা ১৯২ জন। ইকুইভ্যালেন্স পরীক্ষার্থীর সংখ্যা মাত্র তিনজন। ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। একটিমাত্র বিষয়ে পরীক্ষা দেয় শুধু একজন। অপরদিকে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৩২ হাজার ৭৩৯ জন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য