স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : বিদ্যুতের পর এবার রাস্তার সমস্যা নিয়ে সরব হলেন রায় পাড়ার মানুষ। জানা যায়, গোলাঘাটি বিধানসভার জম্পুইজলা মহকুমার অন্তর্গত রায়পাড়ার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। রাস্তা সংস্কারের জন্য পাড়ার মানুষ বাম আমল থেকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়ে আসছিল, কিন্তু বাম আমল পতনের পর রাম আমল আসলেও রায় পাড়ার রাস্তার সংস্কারের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। রায়পাড়ার রাস্তাটি কাঞ্চনমালা থেকে রায়পাড়া হয়ে মণিপুরী বস্তি পর্যন্ত গিয়েছে।
এলাকায় প্রায় ৬০ থেকে ৭০ পরিবারের বসবাস। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে রায় পাড়ার মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে। গ্রামে কেউ অসুস্থ হলে জরুরী কালীন অবস্থায় হাসপাতালের দ্রুত নিয়ে যাওয়া সম্ভব হয় না। সম্পূর্ণ রাস্তাটি খানাখন্দে পরিণত হয়ে কোথাও কোথাও কাদায় পরিণত হয়ে আছে। আবার কোথাও কোথাও জল জমাট বেঁধে আছে। বর্তমানে এই রাস্তাটি দিয়ে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। তাই রায় পাড়ার মানুষ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি জানিয়েছেন সরকার যেন রায় পাড়ায় যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কার করে মানুষ চলাচলের উপযোগী করে তোলে।