Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবন্য হাতি মতিকে রেডিও কলার পরানোর জন্য অভিযানে নামলো বন দপ্তর

বন্য হাতি মতিকে রেডিও কলার পরানোর জন্য অভিযানে নামলো বন দপ্তর

-স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : বন্য হাতি মতিকে রেডিও কলার পরানোর জন্য অভিযানে নামলো বন দপ্তর। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় বন্য হাতির তাণ্ডব বন্ধ করতে এলাকাবসিদের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছে এলাকাবাসিরা। বিগত দিনে তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানী, কপালি বস্তি সহ বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণে প্রান হারিয়েছে বেশ কয়েকজন। নষ্ট হয়েছে মানুষের বাড়িঘর সহ কৃষি জমির ফসল।

অবশেষে রবিবার হাতির আক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে উদ্যোগ গ্রহণ করে বন দপ্তর। বন্য হাতির দলের মধ্যে বেশি আক্রমনাত্মক মতি নামে একটি হাতি রয়েছে। এই আক্রমণাত্মক মতিকে রেডিও কলার পরানোর জন্য অভিযানে নেমেছে বন দপ্তরের বিশাল টিম। আঠারমুড়া জঙ্গল থেকে শুরু করে, ডি এম কলোনি, উত্তর মহারাণীপুর সহ বিস্তির্ণ এলাকায় বন দপ্তরের টিম চষে বেড়াচ্ছে মতিকে রেডিও কলার পরানোর জন্য। রবিবার ভোর থেকে শুরু হয়েছে এই অভিযান। মতিকে রেডিও কলার না পরানো পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান বন দপ্তরের আধিকারিকরা। অভিযানের নেতৃত্বে রয়েছেন পদ্মশ্রী পুরুস্কার প্রাপ্ত ডাঃ কৌশল কানওয়ার শর্মা, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত, ভেটেরিনারি কলেজ আসমের ডিন, ডাঃ আর কে সামল, খোয়াই জেলা বন আধিকারিক ডঃ অক্ষয় বোরদে সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য