Monday, July 28, 2025
বাড়িরাজ্যএক দেশ এক নির্বাচন চালু হলে ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কটের সমস্যার নিরসন...

এক দেশ এক নির্বাচন চালু হলে ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কটের সমস্যার নিরসন হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : সারা বছর নির্বাচন লেগে থাকে। নির্বাচনের সময় ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সঙ্কট দেখা দেয়। দেখা যায় সমগ্র বছর কোন না কোন নির্বাচন লেগে থাকে। দেশ জুড়ে এক দেশ এক নির্বাচন নিয়ে চর্চা চলছে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে চেয়ারম্যান করে তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে। এক দেশ এক নির্বাচন চালু হলে ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কটের সমস্যার নিরসন হবে।

রবিবার আড়ালিয়া স্থিত প্রজাপিতা ব্রহ্মাকুমারি ঈশ্বরিয় বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, এক দেশ এক নির্বাচন চালু হলে সরকারের পক্ষেও কাজ করতে সুবিধা হয়। ভগবান ছাড়া কোন কিছু হয় না। ত্রিপুরা রাজ্যে আগে নাস্তিকের পরিবেশ ছিল। বর্তমানে আস্তিকের পরিবেশ ফিরে এসেছে। মুখ্যমন্ত্রী এইদিন রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। শিবিরে এইদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!