Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যছাত্র খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভের শামিল হল জিরানিয়া অফিস টিলার বাসিন্দারা

ছাত্র খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভের শামিল হল জিরানিয়া অফিস টিলার বাসিন্দারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : ছাত্রীর বাড়িতে ছাত্রকে ডেকে নিয়ে পিটিয়ে আধমরা করার পর মৃত্যু হয় ছাত্রের। মৃত ছাত্রের নাম সাগরজিৎ দাস। বয়স ১৭ বছর। অভিযোগ সাগরজিৎকে ছাত্রীর মা পূর্ণিমা দেবনাথ, পিতা গোপাল দেবনাথ, ভাই সুরজিৎ দেবনাথ বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেছিল।

 তারপর সংজ্ঞা হারিয়ে ফেলার পর খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে যায়। তখন ছাত্রের পরিবারের উপরও আক্রমণ করার চেষ্টা করে ছাত্রীর পরিবার। আহত ছাত্রকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। দুদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে সাগরজিৎ। ছাত্রীটির পরিবার জিরানিয়া অফিস টিলার বাসিন্দা। শনিবার এলাকাবাসী জিরানিয়া থানায় গিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবী করেন। তারা জানায় নয় জনের বিরুদ্ধে মামলা হওয়ার পর পুলিশ মাত্র দুজনকে আটক করেছে। মূল্য অভিযুক্ত শুভম সূত্রধরকে এখনো পুলিশ আটক করছে না। পুলিশ অবিলম্বে যদি নয় জনকে আটক না করে তাহলে তারা রেহাই পেয়ে যাবে। এলাকাবাসীর দাবি অভিযুক্ত সকলের যাতে কঠোর শাস্তি হয়। কিন্তু প্রশাসন যদি বিষয়টি নিয়ে কোন ধরনের পক্ষপাতিত করার চেষ্টা করে তাহলে তারা আগামী দিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব হবে বলে সাফ জানিয়ে দেয় পুলিশের উদ্দেশ্যে। মৃত ছাত্রের বাড়ি জিরানিয়া বিদ্যাসাগর চৌমুহনী এলাকায়। উল্লেখ্য, ছাত্র এবং ছাত্রী উভয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক ঘিরে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য