স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : তিপরা মথার কাধে ভর করে পাহাড়ে জনসমর্থন আদায় করে চলেছে শাসক দল বিজেপি। বিগত ছয় বছরে পাহাড়ে বিজেপির সমর্থন ছিল না বলেই চলে। কিন্তু ত্রিপাক্ষিক জোটের পর যখন তিপরা মথা শাসক দলের সাথে হাত মিলিয়েছে তখন থেকে পাহাড়ে সমর্থন বেড়েছে বিজেপি। মাত্র কয়েকদিনের বেশক্রমে দলের সমর্থন বেড়েছে।
শনিবার পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে রোড শো -র আয়োজন করা হয় ছৈলেংটায়। ময়নামা বাজার থেকে শুরু হয় এদিনের রোড শো। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, জনজাতি সম্পন্ন এলাকায় এসে তিনি মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত করছেন। জনজাতি অংশে মানুষ চাইছে নরেন্দ্র মোদির তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হোক। মুখ্যমন্ত্রী সুন্দর ছিলেন এলাকার বিধায়ক শম্ভু লাল চাকমা, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য নেতৃত্ব। এদিন মুখ্যমন্ত্রীর রোড শো -তে উপস্থিত ছিল কয়েক হাজার কর্মী সমার্থক।