স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : শুক্রবার গণতন্ত্রের উৎসব হয়। যাত্রাপুরের বড় নারায়ন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নিজের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করার পর প্রতিমা ভৌমিক জানিয়েছেন এই নির্বাচন হচ্ছে রাষ্ট্র নির্মাণের নির্বাচন।
বিশেষ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। দেশের প্রতিটি নাগরিকের এক একটি ভোট মজবুত করবে দেশকে। মজবুত করবে আগামী প্রজন্ম। এবারের নির্বাচন হচ্ছে বিশ্বকে বন্ধুত্বের আবহে আলিঙ্গন করার নির্বাচন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব সময় বলছেন বিশ্ব গুরু নয়, বিশ্বকে বন্ধুত্বের আবহে আলিঙ্গন করে দেশকে বিশ্বের শ্রেষ্ঠত্বে তুলে ধরতে হবে। উল্লেখ্য, বিগত ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী হওয়ার সুবাদে নিজের ভোটটা নিজেকেই দিয়েছিলেন প্রতিমা ভৌমিক। আর এবারে তিনি হচ্ছেন ভোটার, কিন্তু প্রার্থী নন।