স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : বিদ্যুৎ-এর ছোবলে ঘরের ছাদ থেকে পড়ে গুরুতর ভাবে আহত হল এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম নিপেন্দ্র দাস, বয়স ৫০ বছর। ঘটনা শুক্রবার ধর্মনগরের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা জগদীশ রায়ের বাড়িতে।
জানা যায় জগদীশ দাসের বাড়িতে ঘরের ছাদে কাজ করছিল নিপেন্দ্র দাস, অমল আচার্য, তাপস নাথ ও গৌতম দাস। কাজ করার সময় নিপেন্দ্র দাস অসাবধানতা বসত বিদ্যুৎ-এর ছোবলে ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর ভাবে আহত হন। সাথে সাথে খবর দেওয়া হয় ধর্মনগর দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা নিপেন্দ্র দাসকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন নিপেন্দ্র দাস। আহত নিপেন্দ্র দাসের এক সহকর্মী জানান ঘরের ছাদে কাজ করার সময় নিপেন্দ্র দাসের হাতে থাকা লোহার রড বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যায়। এতে নিপেন্দ্র দাস ছাদ থেকে পরে গুরুতর ভাবে আহত হয়।