স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করণ করা, নন টিচিং কর্মীদের নিয়মিত করা, ২.৫৭ ফিডম্যান্ট ফ্যাক্টার এস এস এ –তে কর্মরতদের প্রদান করার সহ ৫ দফা দাবিতে ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়।
পরবর্তী সময়ে দপ্তর আধিকারিকের হাতে দাবি সনদ তুলে দেওয়া হয়। এই বিষয়ে তুলে ধরেন সংগঠনের চেয়রাম্যান বাস্তব দেববর্মা। তবে বাস্তবে দেববর্মা এদিন সরকারের বিরুদ্ধে ক্ষোভে উগড়ে বলেন, উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যাতে সমগ্র শিক্ষা শিক্ষকদের নিয়মিত করণ করা হয়। কিন্তু সরকার মনগড়া স্কিম তৈরি করেছে। আর এই স্কিমের তীব্র বিরোধিতা জানায় রাজ্যের প্রায় পাঁচ হাজারের অধিক সমগ্র শিক্ষা শিক্ষক-শিক্ষিকারা।