Saturday, February 8, 2025
বাড়িরাজ্যওয়ার্ল্ড এক্সপোতে ভাগ নেবে উত্তর-পূর্বাঞ্চল

ওয়ার্ল্ড এক্সপোতে ভাগ নেবে উত্তর-পূর্বাঞ্চল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : বিগত বছর ১ অক্টোবর থেকে দুবাইতে শুরু হয়েছে ওয়ার্ল্ড এক্সপো। এই ওয়ার্ল্ড এক্সপো- চলবে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত। এই ওয়ার্ল্ড এক্সপো-তে অংশ নিচ্ছে ভারত। দেশের বিভিন্ন রাজ্য থেকে ওয়ার্ল্ড এক্সপো-তে অংশ নিচ্ছে। এবার ৪ মার্চ থেকে ১৭  মার্চ পর্যন্ত ভারতীয় প্যাভিলিয়ানে উত্তর পূর্বের রাজ্যগুলি তাদের পসরা তুলে ধরবেন বিশ্ববাসীর সামনে। সোমবার শিল্প নিগম ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান টি আই ডি সি-র চেয়ারম্যান টিঙ্কু রায়।

তিনি আরও জানান একটা সরকারী চাকুরী একটা পরিবারকে স্বনির্ভর করতে পারে। একজন সফল ব্যবসায়ী গোটা সমাজকে স্ব নির্ভর করে। ত্রিপুরাতে অনেক কিছু করা সম্ভব। কোন দিক দিয়েই এখন পিছিয়ে নেই। সমানতালে এগিয়ে চলেছে রাজ্য। উত্তর ও ঊনকোটি জেলার দুইটি স্টার্টআপ এই ওয়ার্ল্ড এক্সপো-তে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। তারা জল ও বিদ্যুৎ সংরক্ষণের উপর দুটি ডিভাইস তৈরি করেছে। যা সময়োপোজোগি বলে জানান তিনি। তাদের শুভেচ্ছা জানিয়ে সফলতা কামনা করেন তিনি।   রাজ্য সরকারের সহায়তায় দুজন ঐ মেলায় অংশগ্রহণ করছে রাজ্য থেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য