স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : কমলপুর সাব জেলে খুনের অভিযোগে অভিযুক্ত এক বিচারাধীন বন্দির রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার l সেই অভিযুক্তের বাড়ি আগরতলার হাপানিয়া এলাকায় l জানা যায়, মৃত ব্যক্তি আমবাসা টি আর টি সি পারায় বিয়ে করেছিল l বিগত বছর তার স্ত্রী কে কুপিয়ে হত্যা করে l তার নাম নারায়ণ দাস।
বয়স ৩৪ বছরl কিন্তু রবিবার রাতে প্রাকৃতিক কাজ করতে করতে যায়। দীর্ঘক্ষন ফিরে না আসায় সন্দেহ হয়। পরবর্তী সময় পুলিশ গিয়ে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ এবং মহকুমার শাসক অভিজিৎ চক্রবর্তী ছুটে যায় l পরবর্তী সময় তার মৃতদেহ ময়না তদন্তের জন্য আগরতলা পাঠানো হয় l কিন্তু ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।