Sunday, September 8, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎ নিগমের অফিসে ধর্নায় বসলো গ্রামবাসী

বিদ্যুৎ নিগমের অফিসে ধর্নায় বসলো গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল : ৬ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে কৈলাসহর ধাতুছড়া এলাকায়। শেষ পর্যন্ত দিশেহারা হয়ে গ্রামবাসী বিদ্যুতের নিগমের অফিসে গিয়ে ধর্নায় বসে। অভিযোগ, ধাতু ছড়ায় ছ’দিন ধরে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়ে আছে।

 বিদ্যুৎ নিগমের অফিসে ফোন করে অভিযোগ জানানো হলে তারা খালি আশ্বাসে দিয়ে চলেছে। কিন্তু এলাকায় গিয়ে বিদ্যুতের সমস্যার সমাধান করছে না। এরই প্রতিবাদে তারা ৩৩/১১ কেভি সাব স্টেশন অফিসে গিয়ে ধর্নায় বসে শুক্রবার। তারা জানান অবিলম্বে যদি বিদ্যুৎ সমস্যার সমাধান না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মী সংকটের তার বাহানা সহ বিভিন্ন অজুহাত কোনভাবেই তারা মেনে নেবে না। দীর্ঘ ছয় দিন ধরে তারা বিদ্যুৎ পরিষেবা না পেয়ে নাস্তানাবুদ হয়ে পড়েছে। বিদ্যুৎ নিগমের কর্মীদের চূড়ান্ত অবহেলার কারণে তারা এই প্রতিবাদ করে তুলেছে বলে জানান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থ্য ছুটে আসে পুলিশ ও আধা সামরিক বাহিনী। পরে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য