স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : ২৩ মার্চ স্বাধীনতা আন্দোলনের অন্যতম তিন বিপ্লবী ভগৎ সিং, সুখ দেব এবং রাজ গুরুর ৯৪ তম শহীদান দিবস। যথাযথ মর্যাদার সাথে এস এফ আই, টি এস ইউ, ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ -এর পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয়। শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বাম চারটি সংগঠনের নেতৃত্ব।
তারপর ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান, ১৯৩১ সালে এই তিন বিপ্লবীকে ব্রিটিশরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। তারা দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করতে লড়াই করেছিলেন। তারা চেয়ে ছিলেন ভারতবর্ষ থেকে ব্রিটিশদের তাড়িয়ে সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা গড়ে তুলতে।
এর জন্যে তারা অল্প বয়সে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন। এবং বর্তমানেও তাঁরা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ দেশে যে সরকারটা রয়েছে তারা নির্বাচন আসলে ঘরে ঘরে কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে। এবং শিক্ষাব্যবস্থাকে পুরোপুরিভাবে বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে বলে জানান তিনি।