স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : শান্তির বাজার বন দপ্তরের অফিস সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় আহত এক ব্যক্তি। এবং মৃত্যু হয় একজনের। ঘটনার বিবরনে জানা যায়, শনিবার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রমনুর সাপ্তাহিক বাজার থেকে বাড়ী ফেরার পথে বনদপ্তরের অফিস সংলগ্ন এলাকায় একটি নাম্বার বিহীন অটোগাড়ী নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। ঘটনায় আহত হয় মরন শীল। তিনি বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান অটো চালক ও যেই ব্যক্তি মারা গেছেন উনারা মদ্যপান করেছিলেন।
এতে করে অটো চালক দ্রুত গতিতে অটো চালানোর ফলে নিয়ন্ত্রন হারিয়ে অটোটি দুর্ঘটনার কবলে পরে। দুর্ঘটনায় মরন শীল আহত হন এবং মৃত্যু হয় পরিমল সরকার নামে ৬০ বছর বয়সে এক বৃদ্ধের। অপরদিকে দুর্ঘটনার পর অটো চালক ও অপর এক যাত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা যায় দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তি বিলোনিয়া মহকুমার মতাই এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর শান্তির বাজার দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে একইদিনে বাইখোড়া থানার অধীনে কলসীরমুখ এলাকায় দুর্ঘটনার শিকার হয় এক মহিলা। জানা যায় মনিরামপুর এলাকার বাসিন্দা শান্তিদেবী ত্রিপুরা বীরচন্দ্র মনু যাবার জন্য বের হয়। তিনি যে গাড়ী করে রওয়ানা হয়েছিলেন সেই গাড়িটি কলসীরমুখ এলাকায় পৌঁছানোর পর সকলে প্রাকৃতিক কাজের জন্য গাড়ীটি দাঁড় করায়। সেই সময় একটি স্কুটি শান্তিদেবী ত্রিপুরাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার পর আহত মহিলাকে চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যে কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত মহিলাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেন।