স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : ভারতীয় জনতা পার্টি মনোনীত পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়যুক্ত করতে শনিবার প্রদেশ যুব মোর্চার উদ্যোগে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে যুব শঙ্খনাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শুরুর পূর্বে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে এক সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মণ, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্যরা। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় যুব শঙ্খনাদ সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বর্তমানে শক্তিশালী দেশে পরিণত হয়েছে ভারতবর্ষ। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম বারের মতো ২০২৩ সালে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়েছে। কোন জায়গায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটে নি। ২০২৩ সালের নির্বাচনের পূর্বে কংগ্রেস ও সিপিআইএম প্রচার করেছিল এইবার তারা ক্ষমতায় চলে আসছে। কিন্তু রাজ্যের মানুষ পুনঃরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছে। বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কমিউনিস্টদের জমানত জব্ধ হয়েছে। কংগ্রেস ও সিপিআইএম-এর নীতি হচ্ছে জল ঘোলা করে, ঘোলা জলে মাছ ধরা। সেই নীতি এতদিন ধরে ত্রিপুরা রাজ্যে চলে আসছিল। একটা সময় কমিউনিস্টদের হাতে খুন হতে হয়েছে বহু কংগ্রেস কর্মী সমর্থককে।
বর্তমানে সেই কংগ্রেস ও সিপিআইএম মিলেমিশে একাকার হয়ে গেছে। বর্তমানে তাদের পায়ের নিচে মাটি নেই। রাজ্যের উন্নয়নের বিষয়ে তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমানে যথেষ্ট উন্নতি হয়েছে। রাজ্যে এডুকেশন হাব করার চেষ্টা চলছে। একটা সময় জিবি হাসপাতালে মানুষকে মাটিতে থাকতে হতো। বর্তমানে জিবি হাসপাতালে ব্যাডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর ব্রু-রিয়াং শরণার্থীদের সমস্যার সমাধান করা হয়েছে। প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। মহিলাদের আত্ম সম্মানের কথা চিন্তা করে পিঙ্ক টয়লেটের জন্য এইবারের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন শত্রুরা ত্রিপুরার যুব সমাজকে শেষ করার জন্য ড্রাগসের শিকার বানাচ্ছে। তার কারনে ত্রিপুরা রাজ্যে তিন হাজারের অধিক লোক এইডস-এ আক্রান্ত হয়েছে। টাকা পয়সা আসে যায় কিন্তু জিবন শেষ হয়ে গেলে কোন কিছু করা সম্ভব নয়। তাই যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য যুব মোর্চার কর্মী সমর্থকদের কাজ করার আহ্বান জানান তিনি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন শত্রুরা ত্রিপুরার যুব সমাজকে শেষ করার জন্য ড্রাগসের শিকার বানাচ্ছে। তার কারনে ত্রিপুরা রাজ্যে তিন হাজারের অধিক লোক এইডস-এ আক্রান্ত হয়েছে। টাকা পয়সা আসে যায় কিন্তু জিবন শেষ হয়ে গেলে কোন কিছু করা সম্ভব নয়। তাই যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য যুব মোর্চার কর্মী সমর্থকদের কাজ করার আহ্বান জানান তিনি। সমাবেশে একাধিক বিধায়ক, প্রদেশ যুব মোর্চার সভাপতি সহ যুব মোর্চার বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিল।