Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যবসন্ত উৎসবের সূচনা করলেন মেয়র

বসন্ত উৎসবের সূচনা করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : রাজধানীর জয়নগর স্থিত যুব সমাজ ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। তিন দিন ব্যাপী চলবে এই বসন্ত উৎসব। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানের সূচনা করেন।

সঙ্গে ছিলেন কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য, কাউন্সিলর প্রদীপ চন্দ সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার আয়োজিত বসন্ত উৎসবের অত্যন্ত প্রশংসা করেন। এবার বসন্ত উৎসবে বিভিন্ন শাড়ি বই সহ বিভিন্ন স্টল দেওয়া হয়েছে। পাশাপাশি এস এইচ জি -র মহিলারাও এ বসন্ত উৎসবে স্টল দিয়েছেন। মেয়র দীপক মজুমদার স্টলগুলি পরিদর্শন করেন। আগামী ২৫ মার্চ পর্যন্ত চলবে এই বসন্ত উৎসব বলে জানান উদ্যোক্তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য