স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : ২৩ মার্চ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর শহীদ দিবস। এই শহীদ দিবসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি পালন না করার অভিযোগ তুললো সংযুক্ত কৃষাণ মোর্চার রাজ্য কমিটি। শনিবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করে সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংযুক্ত কিষান মোর্চা রাজ্য কমিটির আহ্বায়ক পবিত্র কর।
তিনি বলেন আজকে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের শহীদ দিবসে এই কর্মসূচি আয়োজন করার মূল উদ্দেশ্য হলো তারা সকলে কৃষক পরিবারের ছিলেন। কিন্তু কৃষকদের সাথেই বিশ্বাসঘাতকতা করেছে সরকার। কৃষকদের দাবি মান্যতা দিয়ে যে লিখিত প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা মানা হয়নি। কিন্তু নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি আসল চেহারা প্রকাশ্যে এসেছে। আর কংগ্রেসের নিয়মিত তহবিল ফ্রিজ করে দেওয়া হয়েছে। আসলে বিজেপি ক্ষমতা দখল করতে পাগল হয়ে গেছে। তারা বুঝতে পারছে মানুষ তাদের সঙ্গে নেই। আসন্ন লোকসভা নির্বাচনে ২০০ আসনে পার করবে না বিজেপি। এমনটাই জানান পবিত্র কর।