Tuesday, February 11, 2025
বাড়িরাজ্য২৭ মার্চ মনোনয়ন পত্র জমা দেবে বিপ্লব

২৭ মার্চ মনোনয়ন পত্র জমা দেবে বিপ্লব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : আগামী ২৭ মার্চ মনোনয়ন পত্র জমা দেবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার। রাজধানীর রাজপথ কাঁপিয়ে এই মনোনয়ন পত্র জমা দেওয়া হবে। তার জন্য শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আগরতলা পুর নিগমের সকল ওয়ার্ডের কর্পোরেটরদের নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত, ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য জানান ২৭ মার্চ মনোনয়ন পত্র জমা দেবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার। ২৭ মার্চ সকাল ১০ টায় রবিন্দ্র ভবনের সামনে থেকে তারা দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে রযার লি করে মনোনয়ন পত্র জমা দিতে যাবেন। তাই এইদিন পুর নিগমের সকল কর্পোরেটর, প্রদেশ বিজেপির সকল অফিস বিয়ারার এবং সদর মহকুমার অধিন ৭ টি মণ্ডলের সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের নিয়ে মিটিং করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য