Monday, February 17, 2025
বাড়িরাজ্যনেশা মুক্ত ত্রিপুরা স্লোগানের বারোটা বাজিয়ে দিল এলাকাবাসী, ভাঙচুর করল মদের কাউন্টারে

নেশা মুক্ত ত্রিপুরা স্লোগানের বারোটা বাজিয়ে দিল এলাকাবাসী, ভাঙচুর করল মদের কাউন্টারে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাঁনপুর এলাকার জাতীয় সড়কের পাশে বিলেতি মদের কাউন্টার খোলা নিয়ে ব্যাপক লঙ্কাকান্ড সৃষ্টি হল শনিবার। মোটা অংকের বিনিময়ে এলাকায় তপন ঘোষ নামে এক ব্যক্তি মদের কাউন্টার খোলার জন্য লাইসেন্স পয়েছে বলে সূত্রে খবর। তারপর থেকেই এলাকায় এ বিষয় নিয়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। বাধা সৃষ্টি করেছে স্থানীয়রা।

কিন্তু বিশাল সাইনবোর্ড ঝুলিয়ে যখন কাউন্টার খোলা চূড়ান্ত প্রস্তুতি চলছে তখন অর্থাৎ শনিবার এলাকার মহিলা, পুরুষ ঐক্যবদ্ধ হয়ে যায় এই মদের কাউন্টারের সামনে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর খবর পৌছায় পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মদের কাউন্টারের ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে স্থানীয়রা। শেষ পর্যন্ত পুলিশ এসে চারজনকে আটক করে বলে সূত্রে খবর। এবং স্থানীয়দের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ধারণা মদের কাউন্টারের লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা দিয়ে এই মদের কাউন্টার খোলার অনুমতি নেয়।

এবং এর সাথে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা। এলাকাবাসীর বক্তব্য যেখানে সরকারের স্লোগান নেশা মুক্ত ত্রিপুরা, সেখানে এভাবে মদের কাউন্টার খোলা হলে আরো বেশি নেশায় আসক্ত হবে এলাকার যুবকরা। এবং বারোটা বেজে যাবে নেশা মুক্ত ত্রিপুরা -স্লোগানের। কারণ এলাকার বহু বাড়িতেই চলছে নেশার কারণে অশান্তি। প্রশাসনের পক্ষ থেকে নেশা মুক্ত করার জন্য তেমন কোন তৎপরতা না থাকায় এদিন আইন হাতে তুলে নিয়েছে বলে জানান অনেকে। এলাকায় বর্তমানে উত্তেজনা না থাকলেও টানটান পরিবেশ রয়েছে। এলাকায় মদের কাউন্টার খোলার বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী থেকে শুরু করে অনেকেই অবগত রয়েছেন। কিন্তু “ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি।”এমনটাই অবস্থা এলাকায়। মুখ্যমন্ত্রী ও বিধায়কের কাছে কাউন্টার বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থার নেওয়ার দাবি তুলল স্থানীয়রা। কারণ এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টার, স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। ঝুঁকে বাড়বে অসামাজিক কার্যকলাপের। এমনটাই মনে করছে এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য