Sunday, September 8, 2024
বাড়িরাজ্যকোভিড আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে একঝাঁক নেতৃত্ব

কোভিড আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে একঝাঁক নেতৃত্ব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : কোভিড আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে হাজির হতে হলো সিপিআইএমের নেতৃত্বকে। জানা যায়,করোনা চলাকালীন সময় কোভিড নিয়ম ভঙ্গ করে রাজধানীতে আন্দোলন কর্মসূচি সংগঠিত করে সিপিআইএম। তার জন্য একাধিক সিপিআইএম নেতার বিরুদ্ধে পুলিস আইনে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে পুলিস। এই মামলার অভিযুক্তরা শনিবার সশরীরে আদালতে উপস্থিত হন। মুলত আদালতে এইদিন অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়।

এই মামলার অভিযুক্তরা হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী, মানিক দে, পবিত্র কর, শঙ্কর প্রসাদ দত্ত, প্রয়াত গৌতম দাস, মধু সুধন দাস, রমা দাস ও কৃষ্ণা রক্ষিত। এইদিন প্রয়াত গৌতম দাস ছাড়া প্রত্যেকে আদালতে উপস্থিত ছিলেন। অভিযুক্তদের পক্ষের আইনজীবী হরিবল দেবনাথ জানান অভিযুক্তরা আইন মেনে আন্দোলন করেছিল। কিন্তু পুলিশ রাজনৈতিক নেতাদের আঙ্গুলি হেলনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এইদিন বিচারক অভিযুক্তদের নিকট জানতে চায় তারা কোন অপরাধ করেছে কিনা। অভিযুক্তরা আদালতকে জানিয়েছে তারা কোন অপরাধ করে নি। তারপর বিচারক সাক্ষী গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেন নভেম্বর মাসে। তিনি আরও বলেন সাক্ষি হিসাবে নাম রয়েছে শুধুমাত্র পুলিশ কর্মীদের নাম। আদালতে এই সাক্ষী টিকবে না। পাশাপাশি তিনি জানান অভিযুক্তরা আদালতে নির্দোষ প্রমাণিত হবে আগামিদিনে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য