স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা চর্ম শিল্পী সমিতির ৪২ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় শনিবার। এদিন মেলারমাঠ আম্বেদকর ভবনে অনুষ্ঠিত হয় এ প্রতিষ্ঠা দিবস। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সুধন দাস।
তিনি বলেন, সামাজিক, অর্থনৈতিক শোষনের বিরুদ্ধে লড়াই করে বামফ্রন্ট পিছিয়ে পড়া অংশে মানুষের অগ্রগতি চেষ্টা করেছে। কিন্তু ২০১৪ সালের পর বিজেপি সরকারের আমলে সামাজিক নির্যাতন চরমভাবে বেড়েছে পিছিয়ে পড়া অংশের মানুষের উপর। মনোবাদী দৃষ্টিতে এ সরকার বর্ণের বিভাজন করছে। বিশেষ করে তপশিলি অংশের মানুষ নির্মমভাবে নির্যাতন হচ্ছে। এ সরকারের আমলে এই পিছিয়ে পড়া অংশের মানুষের পেশাগত উন্নয়ন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কর্মসংস্থানের সুযোগ দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে বলে জানান সুধন দাস।