Saturday, July 27, 2024
বাড়িরাজ্যআসাম পুলিশের হাতে আটক ত্রিপুরার ছয় কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ

আসাম পুলিশের হাতে আটক ত্রিপুরার ছয় কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ত্রিপুরা রাজ্যে প্রবেশের পূর্বে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করল আসাম পুলিশ। জানা যায় অসম-ত্রিপুরা সীমান্তের আসামের বাজারিছড়া থানার অধীন চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে কর্মরত আসাম পুলিশ শুক্রবার রাতে উত্তর প্রদেশের বানারস থেকে আগরতলা উদ্দেশ্যে আসা PB-13BD-5534 নাম্বারের একটি ১৪ চাকার পশু খাদ্য বোঝাই লরি আটক করে।

 তল্লাশি চালানোর পর লরির অভ্যন্তরে পশু খাদ্যের আড়াল থেকে উদ্ধার হয় ৪০২ কার্টুনে  ৬৪ হাজার ৩২০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ। একই সাথে আটক করা হয় লরি চালক রবি শর্মা ও সহচালক সুশীল শুক্লবৈদ্যকে।

আসাম পুলিশের এক অফিসার জানান উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা হবে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে বাজারিছড়া থানায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য