স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : বুধবার রাজধানীর গান্ধী ঘাটে পর্যটন ও সাংস্কৃতিক প্রচার কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ফলক উন্মোচন করে এই ভিত্তি প্রস্তরের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। ভিত্তি প্রস্তর স্থাপন ঘিরে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বক্তব্য রেখে বলেন, ত্রিপুরার সংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রের বিকাশে ডাবল-ইঞ্জিন সরকারের একটি অন্যতম প্রয়াস ‘ট্যুরিজম এন্ড কালচারাল প্রমোশন হাব’।
বিশেষ করে পুরনো সংস্কৃতিকে যেমন বাঁচিয়ে রাখতে হবে, তেমনি নতুন সবকিছু কেউ ধরে রাখতে হবে। সে লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, সারা রাজ্যে উন্নয়ন চলছে। বর্তমান সরকারের আমলে সংস্কৃতি বিষয়টিও বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। গান, বাজনা ও আবৃত্তি করাই সংস্কৃতি নয়। খেলাধুলাও সংস্কৃতির মধ্যে পড়ে। সব মিলিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে সাংস্কৃতিক বিকাশ অত্যন্ত জরুরী। আর এটা সম্ভব হবে যখন জাতি জনজাতি সবাই একসাথে মিলে কাজ করব। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে সরকার। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্যান্য আধিকারিকেরা।