স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি L গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে লেফুঙ্গা থানাধীন রাঙ্গুটিয়া এলাকায় অভিযান চালিয়ে নাইন এম এম পিস্তল সহ বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আটক করা হয় দুজনকে। ধৃতরা রতন দেব এবং অনুপ দেব। বর্তমানে তাদেরকে লেফুঙ্গা থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে পুলিশ।
তাদের কোর্টে তোলা হবে বলে জানান পুলিশ আধিকারিক পিয়া মাধুরী মজুমদার এবং অনির্বাণ দাস। তারা জানান পশ্চিম জেলা পুলিশ স্পেশাল টাস্কফোর্স নামে একটি টিম গঠন করেছে। এ টিমের গোপন সূত্রে খবরে লেফুঙ্গা রাঙ্গাটিয়া এলাকায় অভিযান চালিয়ে নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়। পরে এক বাড়িতে অভিযান চালিয়ে চার শতাধিক ফেনসিডিলের বোতল, পাঁচ শতাধিক ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমান বিলেটি মদ এবং নগদ দুই লক্ষাধিক টাকা উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত রতন দেব এবং অনুপ দেবের বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা রুজু করা হবে। রাত আড়াইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলে অভিযান। তবে একটি গাড়িও আটক করা হয়েছে। গাড়িটি ব্যক্তিগতভাবে তাদের নয়। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের সাথে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।