Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যতিন দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাল সিপিআইএম

তিন দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাল সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : শক্তির মহড়া দেখিয়ে রবিবার আক্রান্ত হয় সি পি আই এম নেতৃত্ব থেকে শুরু করে বেশ কয়েকজন কর্মী সমর্থক। এর তীব্র সমালোচনা করলেন সি পি আই এম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। সোমবার পশ্চিম জেলা কমিটি অফিসের সাংবাদিক সম্মেলন করে জানান, রাজ্যে গণতন্ত্র ভূলুণ্ঠিত। রবিবার বাম যুব সংগঠনের উদ্যোগে গান্ধীগ্রামে বেকারদের কাজ এবং খাদ্যের দাবিতে একটি মিছিল সংঘটিত হয়। এদিন সকাল থেকেই মিছিলকে রুখতে শাসকদলের দুর্বৃত্তরা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে। মিছিলের পর একটি সভা সংগঠিত হয়েছে। কিন্তু সভা সংঘটিত হওয়ার পর কর্মী সমর্থকরা যাতে বাড়িতে ফিরতে না পারে তার জন্য দুর্গাবাড়ি এলাকায় লাঠিসোটা নিয়ে জমায়েত হয় শাসকদলের দুর্বৃত্তরা।

পুলিশের সাথে যোগাযোগ করা হলে পুলিশ ছুটে এসে দুর্বৃত্তদের সাথে কথা বলে। কিন্তু তারপরেও সেখান থেকে সরে যায়নি শাসক দলের দুর্বৃত্তরা। পরবর্তী সময়ে সিপিএম কর্মী সমর্থকরা বাড়ি ফেরার সময় তাদের পিছু করে দুর্বৃত্তরা। সন্ধ্যা ঘনিয়ে আসার পর দুর্বৃত্তরা প্রথমে গান্ধীগ্রাম অঞ্চল কমিটির সম্পাদক উত্তম সাহার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করে। পরবর্তী সময় উত্তম সাহা ভাইয়ের ঘরে গিয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ পর্যন্ত হাতিয়ে নেয় সেই দুর্বৃত্তরা। যা সম্পূর্ণভাবে ডাকাতি। পরবর্তী সময় স্বপন দে’র বাড়িতে গিয়ে হামলা চালায়। এদিকে মাধবী দেবনাথের বাড়িতে গিয়ে মারধর এবং ভাঙচুর চালায়। এবং এদিকে এদিন মিছিল শুরু হওয়ার পর দিলীপ শীলের দোকানে গিয়ে মারধোর করে মোবাইল ছিনিয়ে আনে। এর তীব্র সমালোচনা করেন তিনি। আরো বলেন, রবিবার যে সন্ত্রাসের ঘটনা গান্ধীগ্রাম এলাকায় হয়েছে তার বিরুদ্ধে সোমবার এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং তিনদিনের মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে বলে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে। এ সরকার বুঝতে পারছে মানুষ তাদের উপর ক্ষুব্ধ। তাদের পাশে নেই মানুষ। তাই ফ্যাসিস্ট সুলভ আচরণ করছে বিজেপি। দলের মধ্যে অস্বস্তির সৃষ্টি হয়েছে। চার বিধায়ক পদত্যাগ করেছেন। তাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে জানান রতন দাস। এদিকে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শংকর প্রসাদ দত্ত জানান, বিজেপি মানুষের সমস্যা সমাধান করতে পারবে না। বিজেপি কাজ বিরোধী এবং যুব বিরুদ্ধে সরকার। তাই সকলকে এগিয়ে আসতে আহ্বান জানানো হচ্ছে। কারণ বিজেপি সরকার জনবিচ্ছিন্ন হয়ে দিনদিন সন্ত্রাসের পথ অবলম্বন করছে। রাজ্যে বিজেপি দলের কোনো ভবিষ্যত নেই তার রাজ্যের সর্বোচ্চ স্তরের নেতৃত্বের মুখ দিয়ে বেড়িয়ে এসেছে। তাই তারা ক্রমশ সন্ত্রাসে কোণঠাসা হচ্ছে বিজেপি বলে জানান শংকর প্রসাদ দত্ত। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম মোহনপুর মহাকুমা কমিটির সম্পাদক প্রনব দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য