স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ : রবিবার সাত রামনগর বিধানসভায় কেন্দ্রের বিভিন্ন ক্লাবে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার শিবির অনুষ্ঠিত হয়।গত ১৫ জানুয়ারি ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার ঘোষণা করেছে রাজ্য সরকার। যার নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা।
আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডেই এ স্বাস্থ্য বীমার আওতায় বেনিফিশিয়ারিদের আনার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার রাজধানীর যুবক সংঘ ক্লাব এবং দশমী ঘাট ক্লাবে নাগরিকদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করানো হয়। এতে উপকৃত হয়েছে সাধারণ মানুষ। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর।