স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ : পিস্তল উচিয়ে এবং ধারালো অস্ত্র গলায় ধরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংগঠিত করল ডাকাতের দল। ঘটনা খয়েরপুর চাঁদপুর মাঠ এলাকার বাবুল ঘোষের বাড়িতে। ঘটনা শনিবার রাত দুইটা নাগাদ। বাড়ির মালিক বাবুল ঘোষ জানান, একদল ডাকাত রাতের বেলা ঘরের দরজা ভেঙে হানা দিয়ে তাদের মারধর করে। গলায় দা ধরে ও পিস্তল উচিয়ে আলমারির লকার থেকে তিন থেকে সাড়ে তিন লক্ষাধিক নগদ টাকা এবং ২৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পাশাপাশি ঘরের মধ্যে জঙ্গল কাটার যে ধারালো দা ছিল, সেটাও নিয়ে যায়।
ঘটনার সময় ঘরের ছিলেন শুধু তিনি এবং তার স্ত্রী। তাদের বলা হয় যদি এই বিষয়ে তারা চিৎকার চেঁচামেচি করে তাহলে তাদের সেখানে মেরে ফেলা হবে। আতঙ্কে দম্পতি কেউই চিৎকার চেঁচামেচি করেনি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ ধরনের ডাকাতির ঘটনা এলাকায় কখনো হয়নি বলে খবর। এদিনের ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকাবাসীর মধ্যে। অহরহ চুরির ঘটনা সংঘটিত হলেও এবার ডাকাতির ঘটনা আমদানি হতে শুরু করেছে। তবে স্থানীয় এলাকায় সমাজদ্রোহীদের দৌরাত্ম্য মাথা চাড়া দিয়েছে। স্থানীয় কিছু নেতার পোষা হয়ে এই সমাজদ্রোহীরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপও করে চলেছে। এদিন ঘটনার খবর পেয়ে ড্রগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। রীতিমতো এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।