Saturday, March 15, 2025
বাড়িরাজ্যঐতিহাসিক চুক্তির জন্য মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে

ঐতিহাসিক চুক্তির জন্য মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মার্চ : জনজাতিদের ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচিতি, সাংস্কৃতিক, ভাষা ইত্যাদি বিষয়গুলোতে শনিবার ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং তিপ্রা মথার মধ্যে।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই ঐতিহাসিক চুক্তির জন্য অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ও উন্নততর ত্রিপুরার পাশাপাশি বিবাদ মুক্ত ত্রিপুরার দিকে আরো এক কদম অগ্রসর হয়েছে রাজ্য। এই ঐতিহাসিক চুক্তি সম্পাদনের লক্ষ্যে খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য