স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মার্চ : লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় প্রার্থী তালিকার নাম ঘোষণা করল সর্বভারতীয় বিজেপি। প্রথম দফায় ১৬ টি রাজ্য ও দুইটি কেন্দ্র শাসিত রাজ্যের মোট ১৯৫ টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে জানান প্রধানমন্ত্রী গুজরাটের বারানসি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়াই করবেন।
১৯৫ জন প্রার্থীর মধ্যে ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী ও রাষ্ট্র মন্ত্রীর নাম রয়েছে। এই ১৯৫ জন প্রার্থীর মধ্যে দুইজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, লোকসভার বর্তমান অধ্যক্ষ, ২৮ জন মহিলা প্রার্থী, ৫০ বছরের কম বয়সী ৪৭ জন প্রার্থী, এসসি সম্প্রদায় ভুক্ত ২৭ জন প্রার্থী, জনজাতি ১৮ জন, ওবিসি সম্প্রদায় ভুক্ত ৫৭ জন প্রার্থীর নাম রয়েছে। এইদিন উত্তর প্রদেশের ৫১ টি, পশ্চিমবঙ্গের ২১ টি, মধ্যপ্রদেশের ২৪ টি, গুজরাটের ১৫ টি, রাজস্থানের ১৫ টি, কেরলের ১২ টি, তেলেঙ্গানার ৯ টি , আসামের ১১ টি, ঝাড়খণ্ডের ১১ টি, ছত্তিসগড়ের ১১ টি, দিল্লির ৫ টি, জম্মু-কাশ্মীরের ২ টি, উত্তরাখণ্ডের ৩ টি, অরুনাচল প্রদেশের ২ টি, গোয়ার ১ টি, ত্রিপুরার ১ টি, আন্দামান নিকোবরের ১ টি, দামান এন্ড দিও-র ১ টি আসনের প্রার্থীর নাম এইদিন ঘোষণা করা হয়েছে। এইদিন পশ্চিম ত্রিপুরা আসনের জন্য বিজেপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও উল্লেখ যোগ্য প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ লড়াই করবেন গুজরাটের গান্ধীনগর আসন থেকে।