Sunday, September 8, 2024
বাড়িরাজ্যগণনা কেন্দ্রের কাজ পরিদর্শন করলেন রিটার্নিং অফিসার

গণনা কেন্দ্রের কাজ পরিদর্শন করলেন রিটার্নিং অফিসার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : সারা দেশের সাথে আগামী চার জুন ঘোষণা হবে ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসনের ফলাফল। পশ্চিম ত্রিপুরা আসনের সিংহভাগ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র হল উমাকান্ত একাডেমি। ইতিমধ্যে উমাকান্ত একাডেমির নিরাপত্তা ব্যবস্থা বিশেষ গুরুত্ব দিয়ে চলেছেন পশ্চিম ত্রিপুরা আসলে রিটানিং অফিসার ডঃ বিশাল কুমার। শনিবার দুপুরে তিনি গণনা কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখতে যান।

 কথা বলেন সেখানকার নিরাপত্তা কর্মীদের সাথে। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, গণনা কেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা থাকবে। পাশাপাশি সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হবে। গণনা কেন্দ্রে দায়িত্ব থাকা কর্মীদের এবং মাইক্রো অবজারভারদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। পশ্চিম ত্রিপুরা আসনের গণনা কেন্দ্র রয়েছে আগরতলা, গোমতী জেলা, সিপাহীজলা জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায়। সবগুলি গণনা কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। যারা আইন লঙ্ঘন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রিটার্নিং অফিসার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য