স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : ব্যাঙের ছাতার মত সংগঠন গজিয়ে উঠলেও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্বার্থে কোন কাজ করার উদ্যোগ নেই অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন সংগঠনের। এমনটাই অভিযোগ তুলে এবার সরব হয়েছে এক নয়া সংগঠন। শনিবার রাজধানীর উমাকান্ত স্কুলের বিপরীতে অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার সংগঠন নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়।
এই সংগঠনের পক্ষ থেকে সভানেত্রী অরুন্ধতী দাস জানান, অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে নেই বিগত দিনের বিভিন্ন সংগঠন। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা বিষয়ে সংগঠনের দৃষ্টি আকর্ষণ করার পর কোন ধরনের সহযোগিতা পাওয়া যায় না। তাদের কাছ থেকে শুধুমাত্র লাঞ্ছনা পেয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকারা। এবং বিগত দিনের বিভিন্ন সমস্যা জিইয়ে রেখেছে সেইসব সংগঠনগুলো। এ সমস্যাগুলি সরকারের কাছে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি সেসব সংগঠনের নেতৃত্ব। দিনের পর দিন তারা অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষতি করে চলেছে। তাই সেসব সংগঠন থেকে বের হয়ে এবার নতুন করে সংগঠন তৈরি করে অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এ নতুন সংগঠন গড়ে তোলা হয়েছে বলে জানান সভানেত্রী।