Saturday, July 27, 2024
বাড়িরাজ্যদশ দফা দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

দশ দফা দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : কাজ ও খাদ্যের অভাব নিরসন সহ ১০ টাকা দাবি নিয়ে পশ্চিম জেলা শাসকের দ্বারস্থ হলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। শনিবার পশ্চিম জেলা শাসক ডঃ বিশাল কুমারের কাছে ডেপুটেশন প্রদান করলেন প্রতিনিধি দল। জেলা শাসকের হাতে স্মারক লিপি তুলে দিয়ে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা সম্পাদক রতন দাস বলেন, গত চার থেকে পাঁচ মাস ধরে রেগার কাজ নেই।

 মানুষ অভাব অনটনে রয়েছে। তাই শ্রমিকদের স্বার্থে রেগার কাজের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। অপরদিকে বেকারদের কর্মসংস্থানের অভাব। সরকার কর্মসংস্থানের কোন ব্যবস্থা করছে না। পাশাপাশি পানীয় জলের চরম সংকট চলছে। কৃষকরা জল সেচের অভাবে ফসল উৎপাদন করতে পারছে না। অন্যদিকে বিদ্যুতের সমস্যায় মানুষ নাজেহাল অবস্থা। প্রতিদিন বিদ্যুতের দুর্ভোগে রাস্তা পর্যন্ত অবরোধ করছে। পাশাপাশি রাস্তাঘাট ভেঙে চচির। তাই রাস্তাঘাট সংস্কার করারও দাবি করা হয়েছে। এ সমস্যাগুলি নিয়ে মানুষ প্রতিনিয়ত রাস্তায়ও নামছে। দ্রুত সমস্যাগুলি সমাধান করার জন্য দাবি জানানো হয়। জেলা শাসক আশ্বস্ত করেছেন যে সমস্যাগুলো তিনি সমাধান করার সুযোগ আছে সেগুলি তিনি অবশ্যই সমাধান করবেন, বাকি সমস্যাগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করবে বলে জানান তিনি। ডেপুটেশন প্রদানকালে এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম সদর জেলা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য