আগরতলা। ১৮ ফেব্রুয়ারি। আগামী ২৫ ফেব্রুয়ারী এডিসি এলাকা নিয়ে ২৪ ঘণ্টার বনধের ডাক দিল টি ইউ আই আর পি সি। শুক্রবার খুমুলুঙ –র ইয়াকাস হল ঘরে টি ইউ আই আর পি সি এবং এ আর জে এ সি-র কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে গুরুত্ব পূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক শেষে ঘোষণা করা হয় আগামী ২৫ ফেব্রুয়ারী ২৪ ঘণ্টার এডিসি বনধের বিষয়ে।
আত্ম সমর্পণকারী জঙ্গি দলের সদস্যদের নিয়ে গঠিত টি ইউ আই আর পি সি- সংগঠনের সাধারন সম্পাদক ড্যানিয়াল বরক জানান দীর্ঘদিন যাবত তাদের দাবি পুরন করা হচ্ছে না। এই নিয়ে দফায় দফায় বৈঠক হলেও কোন সমাধান সুত্র বেরিয়ে আসে নি। তাই এদিনের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বনধের। এডিসি-র অন্তর্গত ৪৪ ব্লক এলাকায় এই বনধের সমর্থনে মাঠে থাকবে পিকেটারেরা। খোয়াই, জিরানীয়া, অমরপুর, কিল্লা, বাগমা, জম্পুইজলা সহ বেশ কিছু পিকেটিং করা হবে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনন্ত দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।