Saturday, February 8, 2025
বাড়িরাজ্যআন্দোলনের সরব হওয়ার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের

আন্দোলনের সরব হওয়ার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : শুক্রবার প্রদেশ তৃণমূল কংগ্রেস ক্যাম্পে তৃণমূল কংগ্রেসের এস টি সেলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের গ্রাম পাহাড়ের জনজাতিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। জনজাতিদের কাজ, খাদ্যের অভাব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে জনজাতিরা শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে।

 অর্থ সংকট চলছে গোটা রাজ্যে। তাই আগামী দিনের আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসের এস টি সেলের কার্যকর্তারা। শুক্রবার প্রদেশ তৃণমূল কংগ্রেস ক্যাম্পে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক। তিনি বলেন জনজাতিদের এভাবে বঞ্চিত করা চলবে না। তাই জনজাতিদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী দিনে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেসের এস টি সেল। তিনি আরো বলেন রাজ্যের মানুষ সিপিআইএম-কে আর ফিরিয়ে আনতে চায় না। এবং বর্তমান বিজেপি সরকারের স্বৈরাচারীতা মানুষের সহ্য হচ্ছে না। তাই রাজ্যের শান্তি ও প্রগতি ফিরিয়ে আনতে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর। আগামী দিনে তৃণমূল কংগ্রেস রাজ্যের মা-মাটি-মানুষ সরকার প্রতিষ্ঠা করবে। আরো বলেন রাজ্যে অধ্যক্ষ, মন্ত্রী বিরুদ্ধে আলোচনা হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন স্পষ্টীকরণ নেই। রাজ্যের মন্ত্রী অধ্যক্ষের বিরুদ্ধে এত অভিযোগ হলে তা তদন্ত হওয়া অত্যন্ত জরুরী। আসল ঘটনাটা কি তার জনসম্মুখে আনতে হবে বলে দাবি করেন শ্রী ভৌমিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য