আগরতলা। ১৮ ফেব্রুয়ারি। রাজ্যপাল সত্য দেব নারায়ন আর্য শুক্রবার অসুস্থতা বোধ করায় নিয়ে আসা হয় আগরতলার জিবিপি হাসপাতালে। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। জানা গেছে বিগত বেশ কিছুদিন যাবত রাজ্যপাল অসুস্থতা বোধ করছিলেন।
কিন্তু শুক্রবার তার শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজ্যপালকে রাজভবনের উদ্দেশ্য নিয়ে যাওয়ার হয়। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশিল বলে জানা গেছে।