স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি। বিশ্বব্যাপী যুদ্ধের পরিস্থিতিতে জার্মানীর মার্কসবাদী লেনিনবাদী দলের উদ্যোগে ইন্টারন্যাশানেল কোঅর্ডিনেশন অব রেভোলিউশানারী পার্টি গঠন করা হয়। এস.ইউ.সি.আই এই আন্তর্জাতিক প্লেটফর্মে সামিল হয়েছে। ইন্টারন্যাশানেল কোঅর্ডিনেশন অব রেভোলিউশানারী পার্টি প্যালেস্টাইন ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার দাবিতে ২৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী “যুদ্ধ বিরোধী দিবস’ পালনের ডাক দেয়। এই আহ্বানে সাড়া দিয়ে এস ইউ সি আই ভারতবর্ষের প্রতিটি রাজ্যের রাজধানীতে শনিবার “যুদ্ধ বিরোধী দিবস” পালন করেছে। তারই অঙ্গ হিসাবে শনিবার বটতলায় এক বিক্ষোভ কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কর্মী সমর্থকরা এইদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে সামিল হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্বরা এইদিনের কর্মসূচির বিষয়ে তুলে ধরেন।