স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি। বিদ্যুতের ছোবলে বিদ্যুৎ কর্মী আহত। ঘটনা দক্ষিণ জেলার মুহুরীপুর এলাকায়। গুরুতর আহত বিদ্যুৎ কর্মীর গোপাল পালকে দেখতে আগরতলার জিবি হাসপাতালে ছুটে যান বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। হাসপাতালে গিয়ে রোগীর শারীরিক অবস্থা খোঁজখবর নেন। কথা বলেন চিকিৎসকদের সাথে। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মুহুরীপুরে বিদ্যুৎ কর্মী গোপাল পাল এবং তার সহকর্মী বিদ্যুৎ সংস্কার করতে যায়। কাজ করার সময় শর্ট সার্কিট হওয়ার ফলে গোপাল পাল ছিটকে পড়ে যায়। এবং দেহের ডান অংশ আগুনে ঝলসে যায়। বর্তমানে জিবি হাসপাতালের জরুরী বিভাগের ব্রান ওয়ার্ডে আহত বিদ্যুৎ কর্মীর চিকিৎসা চলছে। এ.বি পজেটিভ গ্রুপের রক্তের জোগান না হওয়ায় শনিবার সার্জারি হয়নি। রক্তের জোগান হয়ে গেলে সার্জারি করা হবে। বিদ্যুৎ নিগমের কর্মীদের রক্তদানের ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। আরো জানান আর্থিকভাবেও আহত বিদ্যুৎ কর্মীর পরিবারকে সহযোগিতা করা হচ্ছে। আহত বিদ্যুৎ কর্মীর বাড়ি বনকুলে। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছে বিদ্যুৎ কর্মী।