Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যপূজা দেখে বাড়ি ফেরার সময় আহত ৪

পূজা দেখে বাড়ি ফেরার সময় আহত ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : বুধবার রাতে সরস্বতী পুজো দেখে মেলাঘর থেকে উদয়পুর কাকড়াবন বাড়িতে যাওয়ার সময় মোহনভোগ কালাপানিয়া এলাকায় বাইক এবং অটোর মুখোমুখি সংঘর্ষ আহত চারজন। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর থেকে পুজো দেখে অটো গাড়ি চালক রামু দাসের গাড়ি করে রিঙ্কু দেবনাথ এবং দীপক দেবনাথ মেলাঘর থেকে কাকড়াবনে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

 তখন  TR 03 H 7191 নম্বরের বাইকে করে সোনামুড়ার সিমন সাহা, বিজয় মজুমদার যখন মোহনভোগ কালাপানিয়ার মূল সড়কে আসেন  তখনই অটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতরভাবে আহত হয় চারজন। খবর দেওয়া হয় মেলাঘর দমকল কর্মীদের।  ঘটনার খবর পেয়ে মেলাঘর দমকল কর্মীরা এসে আহতদের উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতলে  তাদের প্রাথমিক চিকিৎসা করে, পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা  সূচনীয় হওয়া অটো চালক রামুদাস ও বাইক চালক সিমন সাহাকে আগরতলা জি বি হাসপাতালের রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। বাকিদের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে। মেলাঘর থানার পুলিশ  দুর্ঘটনাগ্রস্ত স্থান থেকে অটো গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে মেলাঘর থানা নিয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য