স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : পর পুরুষের সাথে ভাড়া থাকা গৃহ পরিচারিকার মৃতদেহ উদ্ধার রাজধানীর গ্র্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকার এক ভাড়া বাড়ি থেকে। মৃত মহিলার নাম শিপ্রা বিশ্বাস। গত তিন মাস আগে রাজধানীর গ্র্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় ভাড়া আসে। তার সাথে থাকতেন মাধব শীল নামে এক ব্যক্তি। মাধব শীল একটি হোটেলে কাজ করতেন। মাধব শীলের সাথে শিপ্রা বিশ্বাসের ঝগড়া ঝামেলা প্রায়ৈ বেঁধে থাকতো। সরস্বতী পূজার দিন সকাল বেলা মাধব শীল ঘর থেকে বের হয়ে যায়।
তারপর থেকে শিপ্রা বিশ্বাসের কোন সারা শব্দ পায়নি বাড়ির মালিক। বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজনদের সন্দেহ হলে ঘরের দরজা খুলে দেখেন কম্বল মোড়ানো শিপ্রা বিশ্বাসের মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়ার্ডকে নিয়ে আসে। তারা এসে ঘটনার তদন্তে নামে। এদিকে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। সদর মহকুমা পুলিশ আধিকারি দুলাল দত্ত জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে স্পষ্ট হবে কিভাবে মৃত্যু হয়েছে মহিলার।
তিনি গত তিন মাস যাবৎ এ বাড়িতে ভাড়া থাকতেন এক ব্যক্তির সাথে। এদিকে মৃতের আত্মীয় পরিজন অভিযোগ তুলেছে মাধব শীল নামে ব্যক্তি খুন করেছে শিপ্রা বিশ্বাসকে। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। ভাড়া ঘরের বিছানার উপর শিপ্রা বিশ্বাসের মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে। মুখ দিয়ে রক্ত বেড়িয়ে আসার চিহ্ন রয়েছে। তার থেকে এক প্রকার স্পষ্ট হত্যা করা হয়েছে শিপ্রা বিশ্বাসকে। শিপ্রা বিশ্বাসকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। শিপ্রা বিশ্বাস ও তার পুরুষ বন্ধু মাধব শিলের মধ্যে হয়তো কোন বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। যার জেরে মাধব শীল শিপ্রা বিশ্বাসকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।