স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে খোয়াই ধলাবিল বাগান স্কুলের সামনে খোয়াই – আগরতলা সড়ক অবরোধ করল অল অধিবাসী এসোসিশনের অফ ত্রিপুরা খোয়াই শাখা। অবরোধকারিরা জানান, গত ৭ ফেরুয়ারি সন্ধ্যা ছয়টা নাগাদ খোয়াই চেরমা এলাকায় খোয়াই কমলপুর সড়কে স্কুটি ও টমটমের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের আহত হয়েছে স্কুটি আরোহী রাজেশ মুন্ডা।
সেই সময় এলাকার একজন দুষ্কৃতিকারী এসে রাজেশ মুন্ডাকে এলোপাথাড়ি আক্রমন করে। বর্তমানে রাজেশ মুন্ডা অসুস্থ। কিন্তু পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে জানাতে সফল হয়নি। এর প্রতিবাদে অল আদিবাসী এসোসিয়েশন অফ ত্রিপুরা খোয়াই শাখার উদ্যোগে খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে সংগঠনের কর্মী সমর্থকরা।
এই অবরোধের কারণে রাস্তার দুই পাশে যানজট সৃষ্টি হয়। দীর্ঘ এক ঘণ্টায় সড়ক অবরোধের পর অবরোধ স্থানে গিয়ে অবরোধ কারিদের সাথে কথা বলে পুলিশ। তাদেরকে আশস্ত করে ২৪ ঘন্টার মধ্যে দুষ্কৃতী কারীদের গ্রেফতার করা হবে। তারপর বেলা বারোটা নাগাদ অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভকারীরা বলে জানান পুলিশ অধিকারিক। পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার তুলতে পারে নি। তাই তারা শেষ পর্যন্ত অবরোধ করতে বাধ্য হয়েছে।