স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : সোমবার আমবাসা থানাধীন অন্নরাম পাড়ায় এক নাবালিকা মেয়ে ধর্ষণ হয়েছে বলে অভিযোগ তুলে নাবালিকা মেয়েটির পরিবার। এলাকার থাংছি রাই ত্রিপুরা নামে এক ব্যক্তি নাবালিকা মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ।
অভিযুক্ত সোমবার রাতে ঘটনার পর পালিয়ে যায়। পরে রাতেই ধর্ষিতার পরিবারের থেকে আমবাসা মহিলা থানায় মামলা করা হয়। মামলা নাম্বার ০৩/২০২৪ ইং ভারতীয় দন্ডবিধি এবং ৩৭৬(এবি)/৪ পসকো আইনে মামলা নেওয়া হয়। অবশেষে আমবাসা থানার পুলিশের কাছে খবর আসে, অভিযুক্ত মনু রেল স্টেশন এলাকায় তার নিকটবর্তী আত্মীয়ের বাড়িতে রয়েছে।
যথারীতি আমবাসা থানার পুলিশ মঙ্গলবার ছুটে গিয়ে গ্রেপ্তার করে। পরে অভিযুক্ত থাংছি রাই ত্রিপুরাকে পুলিশ আটক করে আমবাসা থানায় নিয়ে আসে। গোটা ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে অভিযুক্তের বক্তব্য ম্যাডিকেলে যদি সে ধর্ষণ করেছে বলে প্রমাণিত হয় তাহলে তাকে মেরে ফেলার জন্য।