স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : মেয়েকে স্কুলে দিতে গিয়ে অপহৃত বাবা। নাম শুভজিৎ সূত্রধর। বাড়ি রাজধানীর ইচাবাজার এলাকায়।
অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে দাবি করল পঞ্চাশ হাজার টাকা বলে অভিযোগ। আমতলী থানায় দ্বারস্থ অপহৃত ব্যক্তির স্ত্রী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে।
জানা গেছে আমতলী থানার অন্তর্গত ডুকলি ইচাবাজার কবরটিলার শুভজিৎ সূত্রধর মঙ্গলবার সকালে নিজের মেয়েকে গাড়ি নিয়ে রানীরখামার স্থিত মনফোর্ট বিদ্যালয় দিতে যান। সেখান থেকে অপহৃত হয়ে যান শুভজিৎ বলে অভিযোগ। তার স্ত্রীর কাছে অন্য নম্বর থেকে ফোন আসে শুভজিৎ অপহৃত হয়েছেন। মুক্তিপণ হিসাবে ৫০ হাজার টাকা দাবি করা হয়। তারপর পরিবারের লোকজন ছুটে আসেন আমতলি থানায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে প্রকাশ্যে কিভাবে স্কুল চত্বর থেকে যুবক অপহৃত হলেন? দাবি উঠেছে পুলিশ দ্রুত তদন্ত করে যুবককে খুঁজে বের করে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার।