স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি : মোহনপুর বাজারে এক মিষ্টির দোকান থেকে বের হওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু স্বামী স্ত্রীর। মৃতের নাম নির্মল সাহা, বয়স ৬৭ এবং তার স্ত্রীর নাম প্রজাপতি কুড়ি, বয়স ৪৭ বছর।
ঘটনা বৃহস্পতিবার দুপুরের নাগাদ মোহনপুর বাজারে সংগঠিত হয়েছে বলে জানা যায় তাদের ছেলের কাছ থেকে। ঘটনার পর স্থানীয়রা সাথে সাথে রানীরবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে উদ্ধার করে নিয়ে আসে জিবি হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা যায় মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে জিবি হাসপাতাল চত্বরে।