স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের প্রাকঃকালে বরাক উপত্যকার কাছাড় জেলার কাটিগড়ায় পিস্তল সহ দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার রাতে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে এক পুলিশ অভিযান বরাক উপত্যকার কাছাড়ের কাটিগড়া এলাকার এক পেট্রোল পাম্প সংলগ্ন স্থান থেকে দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ধৃত ডাকাত দুজনের নাম আব্দুল আজিজ ও আব্দুল ওয়াব। তাদের ঘর বিহাড়া এলাকায়। ধৃত দুই ডাকাতের কাছ থেকে পিস্তল ও তিন রাউন্ড তাজা কার্তুজ, আড়াইশো গ্রাম নকল সোনা, দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, ধৃতরা দীর্ঘদিন ধরে জাতীয় সড়কে একাধিক ডাকাতি ঘটনায় জড়িত।