Thursday, March 27, 2025
বাড়িরাজ্যশক্তিশালী দেশ হিসেবে ভারতবর্ষকে গড়ে তুলতে হবে : রাজ্যপাল

শক্তিশালী দেশ হিসেবে ভারতবর্ষকে গড়ে তুলতে হবে : রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জানুয়ারি : বাল্যবিবাহ ও নেশার বিরুদ্ধে লড়াই করে আগামী দিনে একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা সহ একটি শক্তিশালী দেশ হিসেবে ভারতবর্ষকে গড়ে তুলতে হবে। আজকের যুবসমাজকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে বলে যুবকদের প্রতি আহ্বান জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস উপলক্ষে মহারাজগঞ্জ বাজার স্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল। তিনি বলেন আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশে স্বাধীনতার জন্য মুখ্য দায়িত্ব ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। নেতাজি সুভাষচন্দ্র বসুর কৃতিত্ব দেশবাসী কখনো ভুলবে না। তাঁর আদর্শ সামনে রেখে আগামী দিনে দেশ এগিয়ে যাবে এবং আরো বেশি শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। পরে রাজ্যপাল রাস্তার পাশে দর্শকদের সাথে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে বের হওয়া শোভাযাত্রা দেখে আপ্লুত হন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য