স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জানুয়ারি : ডাবল ইঞ্জিন সরকারের আন্তরিক প্রচেষ্টায় গত কয়েক বছরে জনজাতি কল্যাণ সহ সর্বক্ষেত্রে উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হয়েছে ত্রিপুরায়। রবিবার ৫২ তম ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে আগরতলায় রবীন্দ্রশতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে এ কথা বলে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, “বিকশিত ত্রিপুরা” নির্মাণ ও সমাজের অন্তিম ব্যক্তিত্ব পর্যন্ত সুশাসন পৌঁছে দেওয়ার সংকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত পথে এগিয়ে চলেছে রাজ্য।
এবং যে দুর্নীতি মুক্ত সুশাসন দেশবাসীকে প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই মার্গদর্শনে ত্রিপুরায়ও দুর্নীতি মুক্ত সরকার পরিচালনা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ত্রিপুরাবাসীকে হীরা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতি তিনি সরকার গঠন হওয়ার পর বাস্তবায়ন করে দেখিয়েছেন। এর সুফলের উদাহরণ স্বরূপ মুখ্যমন্ত্রী বলেন, সাব্রুম পর্যন্ত রেল এগিয়ে গেছে। এর জন্য কাউকে আন্দোলন করতে হয়নি। এবং জল জীবন মিশন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করেছেন। ৩ শতাংশ থেকে ৭৫ শতাংশ মানুষের কাছে পানীয় জলের সুবিধা পৌঁছে দিয়েছে এই সরকার।
কৃষকদের জন্য জল সেচের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছে সরকার। রাজ্যে ২ লক্ষ ৫৫ হাজার ২৪১ হেক্টর চাষযোগ্য জমি রয়েছে। এর মধ্যে ১ লক্ষ ২০ হাজার ৬৪০ সেক্টর জমিকে জল সেচের আওতায় আনা হয়েছে আগামী পাঁচ বছরে আরো ২১ হাজার ৩১৯ সেক্টর জমি জলসেচের আনা হবে। মুখ্যমন্ত্রী জনজাতিদের উন্নয়ন প্রসঙ্গে বলেন, শিক্ষা, স্বাস্থ্য সহ জনজাতিদের জীবনযাত্রার মান কিভাবে উন্নয়ন করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে সরকার, এর জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে। ১৯৮ টি ভিলেজ কমিটির উন্নয়নের জন্য ৪০.৮৫ কোটি টাকা পাওয়া গেছে বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী রতন লালন, মন্ত্রী সান্তনা চাকমা সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক।