স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জানুয়ারি : নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ ১৯ বছর বয়সী যুবক। প্রশাসনের গাফলিতিতে রাস্তা অবরোধ করে নিকট আত্মীয় সহ এলাকাবাসী।ঘটনা পেঁচারথল শান্তিপুর এলাকায়। শনিবার স্নান করতে গিয়ে নদীতে নিখোঁজ হয়ে যায় সে।
নিখোঁজ যুবক দ্বাদশ শ্রেণীর ছাত্র। রাত হয়ে যাওয়ায় জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা খোঁজাখুঁজি করে বের করতে পারে নি। স্থানীয় বক্তব্য বিপর্যয় মোকাবিলার কর্মীরা কেন রাতের বেলা তল্লাশি করবে না। তল্লাশি জারি রাখার জন্য দাবি তুলে এদিন তারা অবরোধে শামিল হয়।