স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জানুয়ারি : গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী অটো থেকে ২১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ আটক করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। বিলেতি মদ সহ যাত্রীবাহী অটোটিকে রাজধানীর কর্নেল চৌমুনি এলাকা থেকে আটক করা হয়।
পশ্চিম আগরতলা থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি যাত্রীবাহী অটোতে করে বিপুল পরিমাণ বিলেতি মদ নতুন নগরের দিকে নিয়ে যাওয়া হবে। সেই মোতাবেক সাদা পোষাকে পুলিশ কর্নেল চৌমুহনী এলাকায় ওত পেতে বসে। যথারীতি পুলিশ TR-01F-2376 নাম্বারের যাত্রীবাহী অটো গাড়িটি আটক করে। এই অটো থেকে উদ্ধার হয় ২১৮ বোতল বিলেতি মদ। একই সাথে আটক করা হয় অটো চালক দীপঙ্কর দে-কে। উদ্ধারকৃত বিলেতি মদের বাজার মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা হবে বলে জানান তিনি।